পাম অয়েল রফতানি বাড়াচ্ছে মালয়েশিয়া
সৌদি আরবে পাম অয়েল রফতানি তিন লাখ থেকে বাড়িয়ে পাঁচ লাখ টনে উন্নীত করতে চলেছে মালয়েশিয়া, যার অর্থমূল্য ১ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত। খবর মালয় মেইল। বৃক্ষায়ন শিল্প ও ভোগ্যপণ্যমন্ত্রী ড. মোহাম্মদ খাইরুদ্দিন আমান রাজালি বলেছেন, প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের সাম্প্রতিক সৌদি সফরের পরই পাম অয়েল রফতানির পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত এসেছে। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কভিড-১৯ মহামারীজুড়ে সৌদি আরবে পাম অয়েলের চাহিদা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আমাদের জন্য রফতানি বৃদ্ধি একটি সফলতা। খাইরুদ্দিন আরো জানান, শিগগিরই সৌদি আরবের জেদ্দায় একটি আঞ্চলিক অফিস খুলবে তার মন্ত্রণালয়। এ নিয়ে তার ব্যাখ্যা, আফ্রিকান ও মধ্য পূর্বাঞ্চলীয় দেশগুলোতে আমাদের ভোগ্যপণ্যটির বাজার সম্প্রসারণে এটি একটি সুযোগ। কেননা আমরা মনে করি, এ অঞ্চলের জন্য জেদ্দাই হতে পারে শ্রেষ্ঠ হাব। আশা করি, এখানে অফিস প্রতিষ্ঠার মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে আমাদের পাম অয়েল বিপণন হবে। রফতানি বাড়ানোর পরিকল্পনার সঙ্গে সঙ্গে উৎপাদন বাড়াতেও মনোযোগী মালয়েশিয়া। খাইরুদ্দিন জানান, বৃক্ষায়ন খাতে আরো বেশি বিদেশী শ্রমিক নিয়োগ দিতে তারা স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছেন।
সর্বশেষ মন্তব্য