আমাদের সাথে যোগাযোগ করুন

দৈনন্দিন

করোনা ভাইরাস: বাংলাদেশে কোভিড টেস্টের ফি নেয়ায় পরিস্থিতির সঠিক চিত্র পাওয়া যাচ্ছে না, ল্যান্সেট ম্যাগাজিনে প্রতিবেদন

নমুনা সঠিকভাবে সংগ্রহ করা হচ্ছে কিনা তার উপরে অনেক কিছু নির্ভর করে।
নমুনা সঠিকভাবে সংগ্রহ করা হচ্ছে কিনা তার উপরে অনেক কিছু নির্ভর করে।

বিজ্ঞান সাময়িকী ল্যান্সেট জার্নালে প্রকাশিত হওয়া এক প্রতিবেদনে বলা হচ্ছে যে বাংলাদেশে কোভিড পরীক্ষা ও তত্ত্বাবধানের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপ সার্বিক করোনাভাইরাস পরিস্থিতি যাচাই প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করেছেন বাংলাদেশের গণস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

২৯শে অগাস্ট প্রকাশিত হওয়া প্রতিবেদনটিতে বাংলাদেশের গণস্বাস্থ্য বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলা হয় যে কোভিড-১৯ টেস্টের জন্য ফি নির্ধারণ করার পর নিয়মিত হওয়া পরীক্ষার সংখ্যায় বড় ধরণের তারতম্য লক্ষ্য করা গেছে।

বাংলাদেশে শুরুর দিকে বেশ কয়েকমাস বিনামূল্যে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হলেও জুন মাসের শেষদিকে বাংলাদেশ সরকার কোভিড টেস্টের মূল্য নির্ধারণ করে।

বুথে বা হাসপাতালে নমুনা দেয়ার ক্ষেত্রে ফি ধরা হয় ২০০ টাকা এবং বাসা থেকে নমুনা সংগ্রহ করার ফি নির্ধারণ করা হয় ৫০০ টাকা।

তবে কিছুদিন আগে এই ফি কমিয়ে যথাক্রমে ১০০ টাকা এবং ৩০০ টাকা করা হয়। প্রাইভেট হাসপাতালে প্রতিটি পরীক্ষার ফি ৩৫০০ টাকা।

টেস্টের জন্য ফি নির্ধারণ করার পর থেকে টেস্ট করানোর হার নেমে দাঁড়িয়েছে প্রতি হাজার জনে দিনে ০.৮টি টেস্টে। আর অগাস্ট মাসে এই হার নেমে দাঁড়িয়েছে প্রতি হাজার জনে ০.০৬টি টেস্টে।

বাংলাদেশে বর্তমানে প্রতিদিন গড়ে ১২ থেকে ১৫ হাজার নমুনা পরীক্ষা করা হচ্ছে।

সরকারি হাসপাতাল ও ল্যাবরেটরিতে পরীক্ষা করার ক্ষেত্রে ফি নেয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞার
সরকারি হাসপাতাল ও ল্যাবরেটরিতে পরীক্ষা করার ক্ষেত্রে ফি নেয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞার

পরিস্থিতির অবনতির আশঙ্কা বিশেষজ্ঞদের

বাংলাদেশের গণস্বাস্থ্য নিয়ে গবেষণা করা একটি প্রতিষ্ঠান এমিনেন্সের প্রধান শামীম তালুকদার ল্যান্সেটকে দেয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন যে করোনাভাইরাস মহামারি বাংলাদেশের ‘অনৈতিক’ স্বাস্থ্য ব্যবস্থার চিত্র উন্মোচন করে দিয়েছে।

তিনি বলেন, “মহামারির শুরু থেকেই সরকার চেয়েছে কোভিড-১৯ এর পরীক্ষার ব্যবস্থা নিয়ন্ত্রণের অধীনে রাখতে।”

“শুরুর দিকে বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোকে পরীক্ষা করার অনুমতিই দেয়া হয়নি। আর এখন সরকারি প্রতিষ্ঠানে পরীক্ষা করাতে হলেও ফি নির্ধারণ করা হয়েছে। এর অর্থ হল দরিদ্রদের কথা মাথায়ই রাখা হয়নি।”

ল্যান্সেটকে শামীম তালুকদার বলেন যে তিনি ঢাকার একাধিক কবরস্থান ঘুরে দেখেছেন, যেসব জায়গার তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ব্যক্তিরা মন্তব্য করেছেন যে কোভিড-১৯ এ হওয়া মৃত্যুর সংখ্যা আনুষ্ঠানিক পরিসংখ্যানে প্রকাশিত সংখ্যার চেয়ে ‘চারগুণ বেশি।’

মি. তালুকদার মন্তব্য করেন অনেক মানুষ কোভিড-১৯ এ মারা গেলেও তাদের পরীক্ষা করা হয়নি, আবার অনেকে পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার আগেই মারা গেছেন।

আইইডিসিআরের সাবেক পরিচালক মাহমুদুর রহমানও পরীক্ষার জন্য মানুষের কাছ থেকে ফি নেয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন।

“পরীক্ষার জন্য মানুষের কাছ থেকে ফি নেয়ার বিষয়টি বেশ সমস্যার তৈরি করেছে। মানুষের মধ্যে এটি বিভাজন তৈরি করেছে, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে”, বলেন তিনি।

“মহামারির সময় মানুষের কাছে কাজ নেই, হাতে টাকা নেই। তারা খুবই অসুবিধার মধ্যে রয়েছে। পরীক্ষার জন্য সরকারের কোনো ফি নেয়া উচিত নয়।”

স্বাস্থ্য ব্যবস্থার ওপর মানুষের বিশ্বাসের ঘাটতি আছে বলে ল্যান্সেটের কাছে মাহমুদুর রহমান মন্তব্য করেন, “পরীক্ষা করা নিয়ে কিছুদিন আগে জালিয়াতি হয়েছে। স্বাস্থ্য বিভাগের ওপর মানুষের বিশ্বাসের ঘাটতি রয়েছে। তাই তাদের মধ্যে টেস্ট করাতেও অনীহা রয়েছে।”

মি. রহমান বলেন, “আরেকটি সমস্যা হল পরীক্ষার ফল পেতে দেরি হওয়া। কখনো কখনো পরীক্ষার ফল পেতে সপ্তাহ খানেক লেগে যায়, আবার কখনো আসেই না। তাই অনেকে পরীক্ষা না করিয়ে ঘরেই থাকেন।”

মাহমুদুর রহমান মন্তব্য করেন যে সরকারের এখনই এমন একটি নজরদারির ব্যবস্থা প্রস্তুত করা উচিত যার মাধ্যমে কমিউনিটি পর্যায়ে ভাইরাসটি কীভাবে ছড়িয়ে পড়ছে, সেবিষয়ে আরো পরিষ্কার ধারণা পাওয়া যাবে এবং সেই অনুযায়ী পরিকল্পনা করা যাবে।

বাংলাদেশে বর্ষাকাল চলছে এবং কিছুদিনের মধ্যেই ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় কোভিড পরিস্থিতির আরো অবনতি হবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।

শামীম তালুকদার মন্তব্য করেন, “সরকারের অগ্রাধিকার অর্থনীতি, কিন্তু কোভিড-১৯ গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়বে এবং আরো মানুষ মারা যাবে।”

এই বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতির সবচেয়ে খারাপ অবস্থা এখনো আসেনি।

তবে এসব বিষয়ে ল্যান্সেটের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
মন্তব্য করুন

অনুগ্রহ করে মন্তব্য করতে লগ ইন করুন লগ ইন

Leave a Reply

দৈনন্দিন

নিপাহ্‌ ভাইরাসঃ খেজুরের রস খাওয়ার আগে সতর্ক থাকতে যা করণীয়

নিপাহ্‌ ভাইরাস খেজুরের রস খাওয়ার আগে সতর্ক থাকতে যা করণীয়
নিপাহ্‌ ভাইরাস খেজুরের রস খাওয়ার আগে সতর্ক থাকতে যা করণীয়
খেজুরের রস সংগ্রহের প্রক্রিয়া।

শীতকাল এলেই বাংলাদেশের মানুষের মধ্যে খেজুরের রস খাওয়ার চল বেড়ে যায়। অনেকে গাছ থেকে খেজুরের কলসি নামিয়ে সরাসরি কাঁচা রস খেয়ে থাকেন।

আবার অনেকে এই রস চুলায় ফুটিয়ে সিরাপ, পায়েস বা ক্ষীর বানিয়ে খান। এছাড়া রসের তৈরি ঝোলা গুড়, পাটালি গুড়, নলেন গুড়, ভেলি গুড়, বালুয়া গুড়, মিছরি গুড়সহ নানা ধরণের পিঠার বেশ সুখ্যাতি রয়েছে।

নিপাহ্‌ ভাইরাস আতঙ্ক

খেজুর আরব দেশের প্রচলিত ফল হলেও ওইসব দেশে খেজুর, মূলত ফল উৎপাদননির্ভর, যেখানে কিনা বাংলাদেশের খেজুর গাছ রস উৎপাদননির্ভর।

কৃষি তথ্য সার্ভিসের মতে, বাংলাদেশে সাধারণত কার্তিক থেকে মাঘ অর্থাৎ অক্টোবর থেকে মার্চ পর্যন্ত খেজুরের রস সংগ্রহ হয়ে থাকে।

দেশটির সবচেয়ে বেশি রস সংগ্রহ হয় যশোর, কুষ্টিয়া ও ফরিদপুর অঞ্চল থেকে।

মূলত খেজুর গাছের ডালপালা পরিষ্কার করে, ডগার দিকের কাণ্ড চেঁছে তাতে একটা বাঁশের কঞ্চি দিয়ে তৈরি চোঙ বসিয়ে দেয়া হয়। চোঙের শেষ প্রান্তে ঝুলিয়ে দেয়া হয় একটি মাটির হাড়ি বা কলসি।

সেই চোঙ দিয়ে ফোঁটা ফোঁটা রস এসে জমা হতে থাকে মাটির হাড়ি বা কলসিতে। এভাবে একটি গাছ থেকে দৈনিক গড়ে পাঁচ থেকে ছয় লিটার রস সংগ্রহ করা যায় বলে কৃষি তথ্য সার্ভিস সূত্রে জানা গিয়েছে।

কিন্তু গত এক দশকেরও বেশি সময় ধরে এই খেজুরের রস খাওয়ার ক্ষেত্রে নিপাহ্‌ ভাইরাস আতঙ্ক দেখা দিয়েছে।

সম্পূর্ণ খবরটি পড়ুন

দৈনন্দিন

কই মাছে বাঁধাকপির ছেঁচকি – দা এগ্রো নিউজ

কই মাছে বাঁধাকপির ছেঁচকি
কই মাছে বাঁধাকপির ছেঁচকি

উপকরণ: বাঁধাকপির কুচি ৪ কাপ, কই মাছের টুকরো ৬টি, তেজপাতা ১টি, শুকনো মরিচ ২টি, মেথি অল্প পরিমাণ, মরিচবাটা ১ চা-চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, লবণ পরিমাণমতো, নারকেল কোরানো স্বল্প পরিমাণে, হলুদ পরিমাণমতো ও সরিষার তেল পরিমাণমতো।

প্রণালি: তেলে শুকনো মরিচ ও মেথি ফোড়ন দিতে হবে। ফোড়ন হয়ে এলে হালকা করে ভেজে উঠিয়ে রাখতে হবে। ওই তেলেই বাঁধাকপির কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কষে নিতে হবে। তারপর লবণ, মরিচ ও হলুদবাটা দিয়ে আরও কিছুক্ষণ বসাতে হবে। সেদ্ধ হয়ে এলে অল্প পরিমাণে পানি দিতে হবে। পানি ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে ঢাকা দিতে হবে। পানি শুকিয়ে গেলে এবং মাছ সেদ্ধ হয়ে এলে অল্প পরিমাণ নারকেল কোরানো দিয়ে নামিয়ে ফেলতে হবে।

সম্পূর্ণ খবরটি পড়ুন

দৈনন্দিন

ধনেপাতা ও টমেটোয় শোল মাছ – দা এগ্রো নিউজ

ধনেপাতা ও টমেটোয় শোল মাছ
ধনেপাতা ও টমেটোয় শোল মাছ

উপকরণ: বড় শোল মাছ ৫০০ গ্রাম, টমেটো টুকরো আধা কাপ, সরিষার তেল ৩ টেবিল চামচ, টমেটোবাটা আধা কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, ধনেপাতা আধা কাপ, শুকনো মরিচের গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদ অনুসারে ও কাঁচা মরিচ ৭-৮টি (চেরা)।

প্রণালি: শোল মাছ লবণ, হলুদ ও সরিষার তেল মাখিয়ে ভেজে তুলে রাখতে হবে। আর ওই তেলেই পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজ বাদামি রং হলে রসুন, আদা, মরিচের গুঁড়া, হলুদ ও লবণ দিয়ে ভালোভাবে কষাতে হবে। টমেটোবাটা দিতে হবে, কিছুক্ষণ কষানোর পর প্রয়োজনমতো গরম পানি দিতে হবে। পানি ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিতে হবে। ঝোল মাখা-মাখা হলে টমেটোর টুকরো আর ধনেপাতা দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে ফেলতে হবে। নামানোর আগে কাঁচা মরিচ দিতে হবে।

সম্পূর্ণ খবরটি পড়ুন

দৈনন্দিন

লাউ টাকি – দা এগ্রো নিউজ

লাউ-টাকি
লাউ-টাকি

উপকরণ: ছোট টুকরো করে কাটা টাকি মাছ ২ কাপ, ডুমো ডুমো করে কাটা লাউ ৪ কাপ, হলুদ সিকি চা-চামচ, লবণ পরিমাণমতো, পেঁয়াজ ১ কাপ, ধনেপাতা কুচি পরিমাণমতো, রসুনবাটা ১ চা-চামচ, কাঁচা মরিচ ১০-১২টি, আদাবাটা আধা চা-চামচ ও রাঁধুনি বাটা সিকি চা-চামচ।

প্রণালি: তেলে পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। তারপর একে একে রসুনবাটা, আদাবাটা ও রাধুনি (গুঁড়া সজ) বাটা ও হলুদের গুঁড়া দিয়ে ভালো করে কষাতে হবে। কষানো হলে লাউ দিতে হবে। লাউ দিয়ে কিছুক্ষণ কষিয়ে অল্প পরিমাণে পানি দিতে হবে। পানি ফুটে উঠলে আগে থেকে হালকা করে ভেজে রাখা টাকি মাছ দিতে হবে। পানি শুকিয়ে এলে কাঁচা মরিচের ফালি ও সবশেষে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলতে হবে।

সম্পূর্ণ খবরটি পড়ুন

দৈনন্দিন

বাঁধাকপির পাতায় চিংড়ি – দা এগ্রো নিউজ

বাঁধাকপির পাতায় চিংড়ি
বাঁধাকপির পাতায় চিংড়ি

উপকরণ: চিংড়ি মাছ ২০০ গ্রাম, সয়াবিন তেল পরিমাণমতো, বাঁধাকপি কুচি ১ কাপ, ক্যাপসিকাম কুচি ১ কাপ, টমেটো কুচি আধা কাপ, পেঁয়াজপাতা কুচি ১ কাপ, কাঁচা মরিচবাটা ১ চা-চামচ, ধনেপাতাবাটা ১ চা-চামচ, হলুদের গুঁড়া পরিমাণমতো, চিলি সস ২ চা-চামচ, টমেটো সস ২ চা-চামচ, বাঁধাকপির ভেতরের পাতা ৪টি, ভিনেগার ২ চা-চামচ, রসুন ১ চা-চামচ ও লবণ স্বাদমতো।

প্রণালি: বাঁধাকপির শক্ত অংশ ফেলে দিন। পাতার ভেতরের অংশ একটু ভাপিয়ে রাখুন। মাছ ধুয়ে ভিনেগার মাখিয়ে রাখুন। এবার কড়াইয়ে সয়াবিন তেল গরম হলে তাতে রসুন কুচি দিয়ে মাছগুলো দিন। একে একে কোঁচানো বাঁধাকপি, ক্যাপসিকাম, টমেটো ও পেঁয়াজপাতা দিয়ে নেড়েচেড়ে নিন। এরপর কাঁচা মরিচবাটা, ধনেপাতাবাটা, চিলি সস ও টমেটো সস দিয়ে নেড়ে নিন। পানি শুকিয়ে এলে নামিয়ে বাঁধাকপির পাতায় অল্প করে চিংড়ি মাছ সুতা দিয়ে বেঁধে স্টিমারে ভাপিয়ে নিন। সুতো কেটে পাতা খুলে পরিবেশন করুন।

সম্পূর্ণ খবরটি পড়ুন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: শাইখ সিরাজ
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। দা এগ্রো নিউজ, ফিশ এক্সপার্ট লিমিটেডের দ্বারা পরিচালিত একটি প্রতিষ্ঠান। ৫১/এ/৩ পশ্চিম রাজাবাজার, পান্থাপথ, ঢাকা -১২০৫
ফোন: ০১৭১২-৭৪২২১৭
ইমেইল: info@agronewstoday.com, theagronewsbd@gmail.com